স্টিভ আরউইন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টিভেন রবার্ট আরউইন (২২শে ফেব্রুয়ারি, ১৯৬২ – ৪ঠা সেপ্টেম্বর, ২০০৬), একজন অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ত্ব ছিলেন। তিনি বিশ্বব্যাপী প্রচারিত ক্রোকোডাইল হান্টার নামের টেলিভিশন প্রামাণ্যচিত্রের জন্য বিখ্যাত।
সম্প্রতি গ্রেট ব্যারিয়ার রিফে ডুব-সাঁতার দেয়ার সময় একটি স্টিং-রে বার্ব তাঁর বুক ফুটো করে হুল ফোটালে তিনি তৎক্ষনাৎ মারা যান।