স্ট্যানলি কুব্রিক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্ট্যানলি কুব্রিক (জুলাই ২৬, ১৯২৮ -মার্চ ৭, ১৯৯৯) একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তাঁকে চলচ্চিত্রের ইতিহাসের সর্বাপেক্ষা সৃজনশীল ও প্রভাবশালী নির্মাতাদের অন্যতম হিসাবে গণ্য করা হয়।
কুব্রিকের চলচ্চিত্রের অধিকাংশই বিশ্ববিখ্যাত সাহিত্যকর্মের চিত্ররূপ। তাঁর চলচ্চিত্রে নিখুঁত কারিগরি কৌশল প্রকাশ পেয়েছে। অনেক ক্ষেত্রে তিনি চলচ্চিত্রে ব্যবহৃত অনেক কারিগরি কৌশল আবিস্কার অক্রেছেন। তাঁর চলচ্চিত্রের একটি প্রধান বৈশিষ্ট হল খুব কাছ থেকে তোলা ক্লোজ-আপ , যাতে অভিনেতার মুখভঙ্গি ও আবেগ প্রকাশ পায়। এছাড়া তিনি তাঁর ছবিতে জুম লেন্স, এবং উচ্চাঙ্গ যন্ত্রসঙ্গীতের ব্যাপক প্রয়োগ করেছেন।
[সম্পাদনা] চলচ্চিত্র তালিকা
ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম
- 'ডে অফ দি ফাইট (১৯৫১)
- ফ্লাইং পাদ্রে (১৯৫১)
- দি সী-ফেয়ারার্স (১৯৫৩)
কাহিনী চিত্র
|
|
|