স্লাভোয় জিজেক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্লাভোয় জিজেক (স্লোভেনীয় ভাষায় Slavoj Žižek) (মার্চ ২১, ১৯৪৯) একজন স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক। তার জন্ম স্লোভেনিয়ায় (তদানিন্তন যুগোস্লাভিয়া)। তিনি দর্শন-এ ডি.এ. ডিগ্রি লাভ করেন লুবলিয়ানা থেকে। পরবর্তিতে প্যারিস বিশ্ববিদ্যালয়ে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ(Psychoanalysis) বিষয়ে পড়াশুনা করেন।