হিমু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিমু একটি কাল্পনিকচরিত্র। এ চরিত্রের স্রষ্টা বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ।
[সম্পাদনা] চরিত্র পরিচয়
হুমায়ুন আহমেদ সৃষ্ট এই চরিত্র অনুসারে হিমুর আসল নাম হিমালয়। এ নামটি রেখেছিলেন তার বাবা। হিমুর বাবা ছিলেন একজন বিকারগ্রস্ত মানুষ, যার বিশ্বাস ছিল ডাক্তার, ইঞ্জিনীয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরী করা যায় তবে একইভাবে মহাপুরুষও তৈরী করা সম্ভব। তার একটি মহাপুরুষ তৈরীর স্কুল ছিল যার একমাত্র ছাত্র ছিল হিমু। হিমুর মাকে তিনি হত্যা করেন যেন হিমুর মহাপুরুষ হবার পথে কোন বাঁধা না আসে। হিমু পকেটহীন হলুদ পাঞ্জাবী পরে থাকে। নগরীতে উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো তার কর্মকান্ডের অন্যতম। মাঝে মাঝে আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ দেখা যায় তার মধ্যে। যদিও হিমু নিজে তার কোনো আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করেনা। হিমুর আচার আচরণ খুবই বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে। মানুষকে বিভ্রান্ত করে হিমু আনন্দ পায়। সব সময়ই হিমুর কিছু ভক্তশ্রেণীর মানুষ থাকে যারা হিমুকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমুর খালাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার বা হোটেল মালিক- এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায় সবগুলো উপন্যাসেই দেখা যায়। হিমুর একজন বান্ধবী আছে, যার নাম রূপা।
[সম্পাদনা] হিমু কেন্দ্রিক উপন্যাস
- ময়ুরাক্ষী
- দরজার ওপাশে
- হিমু
- হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম
- এবং হিমু
- তোমাদের এই নগরে
- পারাপার
- হিমুর রূপালী রাত্রি
- একজন হিমু ও কয়েকটি ঝিঁঝিঁ পোকা
- হিমুর দ্বিতীয় প্রহর
- সে আসে ধীরে
- আঙুল কাটা জগলু
- হিমু মামা
- হলুদ হিমু কালো র্যাব