হুমায়ুন কবির
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুমায়ুন কবির (১৯০৬-১৯৬৯) একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক । তাঁর জন্ম অবিভক্ত বাংলার ফরিদপুরে (বর্তমানে বাংলাদেশের অংশ)। তিনি দুই দফায় ভারতের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম দফায় জওহরলাল নেহেরুর মন্ত্রীসভায়, এবং এর পরবর্তীতে আরেকবার। এছাড়া তিনি বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
[সম্পাদনা] নির্বাচিত রচনাবলী
- ইমানুয়েল কান্ট (১৯৩৬)
- শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২)
- বাংলার কাব্য (১৯৪৫(
- মার্ক্সবাদ (১৯৫১)
- মীর্জা আবু তালিব খান (১৯৬১)
- Poetry, Monads and Society (1941)
- Muslim Politics in Bengal (1943)
- রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৪৫)