ব্যবহারকারী আলাপ:Golam
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূচিপত্র |
[সম্পাদনা] স্বাগতম
প্রিয় Golam, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন।কোনো প্রশ্ন থাকলে আমার কথাবার্তা পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --বেলায়েত ১৫:১৮, ২২ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা] নিজের পরিচয় দিন
আপনার নিজের পরিচয় ব্যবহারকারীর পৃষ্ঠায় লিখুন। পৃষ্ঠাটি screen এর উপরের আপনার ব্যবহারকৃত নাম এ click করলে পাবেন । পৃষ্ঠাটিতে গিয়ে সম্পাদনা করুন ট্যাব এ click করে আপনার নিজের পরিচয় লিখুন। ধন্যবাদ। --বেলায়েত ১৫:১৮, ২২ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা] ভারতীয় শহর ও অন্যান্য
গোলাম ভাই, আপনি যেহেতু ভারতের সম্পর্কে ওয়াকিবহাল, কাজেই সেখানকার বিভিন্ন এলাকা ও অন্যান্য বিষয় নিয়ে নিবন্ধ লিখতে পারেন। ধন্যবাদ। --Ragib ০৪:৫৭, ২৬ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা] মিথস্ক্রিয়া ও মৌলিক বল
ভাই, ইলেক্ট্রনের পেজটিতে সম্ভবত আপনি মিথস্ক্রিয়া বলতে মৌলিক বল (Fundamental Interactions) বুঝাতে চেয়েছেন। আসলে কোনটা ব্যবহার করা ঠিক হবে? --Shehab ১০:১৬, ১৯ আগস্ট ২০০৬ (UTC)
- শেহাব, বল এর প্রপার ইংলিশ তো Force, তাই না? Interaction এর বাংলা হয় মিথস্ক্রিয়া। বোঝাই যাচ্ছে আমরা বল এর ব্যাপারে কথা বলতে চাচ্ছিনা (ওটা একটা ক্লাসিকাল ধারণা, কোয়ান্টাম মেকানিক্সে বল নেই)। চিয়ার্স! --ইমাম তাশদীদ উল আলম ১৪:০১, ১৯ আগস্ট ২০০৬ (UTC)