চিত্র আলাপ:Habib maya.jpg
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ ছবিটির কপিরাইট কি? উৎস কি? এ ধরনের তথ্য ছাড়া ছবি উইকিপেডিয়া থেকে মুছে ফেলা হতে পারে।--বেলায়েত ১৭:১৪, ১৭ আগস্ট ২০০৬ (UTC)
- এ প্রসঙ্গে রাগিব ভাই একবার বলেছিল যে বই এবং মিউজিক এলবাম এর কাভার এর ক্ষেত্রে ফেয়ার ইউজ হিসেবে ওগুলো ব্যবহার যোগ্য। তাই নয় কি ? --124.109.18.17 ১৭:৩৮, ১৭ আগস্ট ২০০৬ (UTC)
-
- কথাটি ঠিক, তবে উৎস অবশ্যই উল্লেখ করতে হবে, এবং শুধু সংশ্লিষ্ট অ্যালবামের নিবন্ধেই এটা ব্যবহার করা যাবে। ফেয়ার ইউজ দাবি করলে সেটা {{ফেয়ার ইউজ}} ট্যাগ দ্বারা বুঝিয়ে দিতে হবে। ফেয়ার ইউজ ছবি যথাসম্ভব ব্যবহার না করাই ভাল। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৪০, ১৭ আগস্ট ২০০৬ (UTC)