উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অবনীন্দ্রনাথ ঠাকুর (৭ই আগস্ট, ১৮৭১- ৫ই ডিসেম্বর, ১৯৫১) একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পীএবং লেখক। অবনীন্দ্রনাথ ঠাকুর প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র।
[সম্পাদনা] উল্লেখযোগ্য চিত্রকর্ম
- ওমর খৈয়াম (জাপানী রীতিতে আঁকা)
- শাহাজাদপুরের দৃশ্যাবলী
- আরব্যপোন্যাসের গল্প
- কবিকঙ্কন চন্ডী
- প্রত্যাবর্তন
- জারনিস এন্ড
|
- সাজাহান
- কৃষ্ণলীলাবিষয়ক চিত্রাবলী
- বজ্রমুকুট
- ঋতুসংহার
- বুদ্ধ
- সুজাতা
|
[সম্পাদনা] প্রকাশিত গ্রন্থ
- শকুন্তলা (১৮৯৫)
- ক্ষীরের পুতুল (১৮৯৬)
- রাজকাহিনী (১৯০৯)
- ভারত শিল্প (১৯০৯)
- ভূত পত্রীর দেশ (১৯১৫)
- নালক (১৯১৬)
- বাংলার ব্রত (১৯১৯)
- খাজাঞ্জির খাতা (১৯২১)
- প্রিয় দর্শিকা (১৯২১)
- চিত্রাক্ষর (১৯২৯)
- বুড়ো আংলা (১৯৪১)
|
- জোড়াসাঁকোর ধারে (১৯৪৪)
- সহজ চিত্র শিক্ষা (১৯৪৬)
- ভারত শিল্পের ষড়ঙ্গ (১৯৪৭)
- আলোর ফুলকি (১৯৪৭)
- ভারত শিল্পে মূর্তি (১৯৪৭)
- মাসি (১৯৫৪)
- একে তিন তিনে এক (১৯৫৪)
- শিল্পায়ন (১৯৫৫)
- মারুতির পুঁথি (১৯৫৬)
- রং বেরং (১৯৫৮)
|