আগরতলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আগরতলা | |
রাজ্য - জেলা |
ত্রিপুরা - পশ্চিম ত্রিপুরা |
ভৌগলিক স্থানাংক | |
এলাকা - উচ্চতা |
km² - ১৬ m (৫২ ft) |
সময় অঞ্চল | IST (UTC+5:30) |
জনসংখ্যা (2001) - ঘনত্ব |
১৮৯,৩২৭ - /km² |
আগরতলা উচ্চারণ সহায়িকা·তথ্য (হিন্দি: अगरतला) ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার একটি শহর । এটি ত্রিপুরা রাজ্যের রাজধানী।
[সম্পাদনা] ভৌগলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল [১]সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৬ মিটার (৫২ ফুট)।
।[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে আগরতলা শহরের জনসংখ্যা হল ১৮৯,৩২৭ জন।[২] এর মধ্যে পুরুষ ৫০%, এবং নারী ৫০%।
এখানে সাক্ষরতার হার ৮৫%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৮%, এবং নারীদের মধ্যে এই হার ৮২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে আগরতলা এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ৮% হল ৬ বছর বা তার কম বয়সী।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Agartala. Falling Rain Genomics, Inc. Retrieved on অক্টোবর ১, ২০০৬.
- ↑ ভারতের ২০০১ সালের আদম শুমারি. Retrieved on অক্টোবর ১, ২০০৬.
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী |
---|
আগরতলা • আইজল • বেঙ্গালুরু • ভোপাল • ভুবনেশ্বর • চন্ডীগড় • চেন্নাই (মাদ্রাজ) • দমন • দেরাদুন • দিল্লী • দিসপুর • গান্ধীনগর • গ্যাংটক • হায়দ্রাবাদ • ইম্ফল • ইটানগর • জয়পুর • কাভারত্তি • কোহিমা • কলকাতা • লখনৌ • মুম্বাই (বম্বে) • পানাজি (পানজিম) • পাটনা • পন্ডিচেরী • পোর্ট ব্লেয়ার • রায়পুর • রাঁচী • শিলং • সিমলা • সিলভাসা • শ্রীনগর • তিরুবনন্তপুরম (ত্রিভান্দ্রম) |
Template:ত্রিপুরার-শহর-অসম্পূর্ণ