আজিমউদ্দিন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুনশী আজিমউদ্দিন উনিশ শতকের অন্যতম প্রহসন বা হাস্যরসাত্মক নাটক রচয়িতা। তাঁর জন্ম বর্ধমান জেলার খড়িতে। তার রচিত প্রহসনের মূল বৈশিষ্ট্য ছিল তৎকালীন সংস্কৃত-প্রধান সাধু বাংলার পরিবর্তে সহজ কথ্য ভাষায় রচিত। তার প্রহসনের মধ্যে জামাল নামা (১৮৫৯), কি মজার কলের গাড়ী (১৮৬৩), কড়ির মাথায় বুড়োর বিয়ে (১৮৬৮) উল্লেখযোগ্য।