বর্ধমান জেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এটি ভারতএর পূর্ব দিকের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। বর্ধমান এক কৃষি প্রধান জেলা ।একে পশ্চিম বঙ্গের শস্য ভান্ডার বলা হয় ।ধান এ জেলার প্রধান ফসল।এ ছাড়া গম ,পাট ,আলু , পেঁয়াজ ,আখ হয়। জেলার রানিগঞ্জ আর আসানসোল কয়লাখনির জন্য প্রসিদ্ধ ।দূর্গাপুরে আছে লৌহইস্পাত কারখানা। জেলা সদর বর্ধমান থেকে অল্প দূরে কাঞ্চন নগর ছুরি , কাঁচির জন্য প্রসিদ্ধ ।ধাত্রিগ্রাম তাঁতের কাপড়ের জন্য প্রসিদ্ধ।
[সম্পাদনা] জেলার বিখ্যাত ব্যক্তি
কাশীরাম দাস,সাধক কমলাকান্ত,রাসবিহারী বসু ,মুকুন্দরাম চক্রবর্তী,কাজী নজরুল ইসলাম ,কবিশেখর কালিদাস রায় , লালবিহারী দে , কুমুদরঞ্জন মল্লিক