আর্থার সি. ক্লার্ক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্থার সি. ক্লার্ক বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক এবং উদ্ভাবক। তিনি বিখ্যাত ওডিসি সিরিজের স্রষ্টা। একাধিকবার হুগো ও নেবুলা পুরস্কার লাভ করেছেন। ২০০১: এ স্পেস ওডিসি ছবির চিত্রনাট্যের জন্য স্ট্যানলি কুবরিকএর সাথে যৌথভাবে অস্কার মনোনয়ন পেয়েছেন। ক্লার্ক বহু বছর ধরে শ্রীলংকায় বসবাস করছেন।
১৯৪৫ খ্রীস্টাব্দের একটি প্রবন্ধে ক্লার্কই প্রথম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার ধারণা দেন, যদিও তিনি এই ধারণাকে প্যাটেন্ট করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেন নাই।