ইউএসবি ফ্লাশ ড্রাইভ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্লাশ ড্রাইভ বা পেন ড্রাইভ একধরণের ছোট ডাটা সংরক্ষক বস্তু। যা স্মৃতি ভান্ডার (Computer memory) হিসাবে কম্পিউটারের হার্ড ডিস্ক(hard disk) এর বিকল্প হিসাবে কাজ করে। এগুলো সাধারনত ইউ এস বি ( ইউনিভারসাল সিরিয়াল বাস ) পোর্ট এ সংযোগ করতে হয় এবং এর জন্য কোন অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়না। ব্যবহার এবং বহন খুবই সহজ, সংরক্ষন ক্ষমতা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে সঙ্গে সঙ্গ দাম ও কমছে। প্রথম অবস্থায় কলম এর আকৃতির মত ছোট থাকায় এরূপ নামকরন হয়েছিল। বর্তমানে আকৃতি অনেক ছোট হলেও তা তার পূর্বের নামেই চালু আছে। বর্তমানে এমপি ৩ ও এমপি ৪ ইত্যাদি সম্বলিত পেন ড্রাইভ ও পাওয়া যাচ্ছে ফলে এতে গান শোনা থেকে ভিডিও দেখার ও সুবিধা থাকছে।