কাভি হাঁ কাভি না
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাভি হা কাভি না ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন কুন্দন শাহ। এতে শাহরুখ খান সুনীল নামের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া ছবিটিতে অভিনয় করেছেন জুহি চাওলা (অতিথি শিল্পী), সুচিত্রা কৃষ্ণমূর্তি, নাসিরুদ্দিন শাহ এবং দীপক তিজোরি। শাহরুখ খানের অভিনয় প্রতিভার অন্যতম সেরা নিদর্শন এই চলচ্চিত্রটিতে প্রকাশ পেয়েছে। তিনি এখানে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার ক্রিটিক্স অ্যাওয়ার্ড লাভ করেন।