কোচিন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোচিন বা কোচি ভারতের কেরালা রাজ্যের সবচেয়ে বড় শহর।এই শহরের নতুন নাম কোচি।ভারতের কেরালা রাজ্যের মালাবার উপকূলে আরব সাগর তীরে এটি একটি বিখ্যাত সামুদ্রিক বন্দর। জনসংখ্যার বিচারে এটি একটি মহানগর । এখানে রয়েছে সরকারী জাহাজ নির্মাণ কারখানা ( কোচিন শিপ ইয়ার্ড )। কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র এবং মৎস্য গবেষণাগার কোচিনে অবস্থিত । এছাড়া কোচিনে একটি তৈল শোধনাগার আছে । এই শহরে আঞ্চলিক কাঁচামাল সরবরাহের উপর ভিত্তি করে রপ্তানীযোগ্য নারিকেল তেল ,দড়ি ও মশলা শিল্প গড়ে উঠেছে ।