খালেদ মাসুদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খালেদ মাসুদ বাংলাদেশ (BAN) |
|||
চিত্র:নাই | |||
ব্যাটিং এর ধরন | ডান-হাতি ব্যাটসম্যান | ||
বোলিং এর ধরন | নাই | ||
টেষ্ট ক্রিকেট | একদিনের আন্তর্জাতিক | ||
ম্যাচ | ৪১ | ১১২ | |
রান | ১৩৬১ | ১৬৭১ | |
ব্যাটিং গড় | ১৯.৪৪ | ২১.৪২ | |
১০০/৫০ | ১/৩ | ০/৭ | |
সবচেয়ে বেশি রান | ১০৩* | ৭১* | |
ওভার | নাই | নাই | |
উইকেট | নাই | নাই | |
বোলিং গড় | নাই | নাই | |
৫ উইকেট প্রতি ইনিংস | নাই | নাই | |
১০ উইকেট প্রতি ম্যাচ | নাই | নেই | |
সবচেয়ে ভাল বোলিং | নাই | নাই | |
ক্যাচ/স্টাম্পিং | নাই | নাই | |
[[মে ২৫]], ২০০৬ |
খালেদ মাসুদ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম উকেটকিপার। তার জন্ম ফেব্রুয়ারি ৮, ১৯৭৬। ডাক নাম পাইলট। তিনি ডানহাতি ব্যাটসম্যান। তাঁর টেস্ট ম্যাচ অভিষেক নভেম্বর ১০,২০০০ এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ অভিষেক এপ্রিল ৫ ,১৯৯৫। তিনি বাংলাদেশের হয়ে নভেম্বর ২০০১ থেকে জুন ২০০৩ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালের আইসিসি ট্রফির ( ICC Trophy ) ফাইনালে এই মারমুখী ব্যাটসমানের ব্যাট থেকে আসা ছয় কেনিয়ার বিপক্ষে ম্যাচ জয়ে বিশেষ অবদান রাখে। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ উভয় অঙ্গনে তিনি রেখেছেন তার সফলতার সাক্ষর।