গাণিতিক জীববিজ্ঞান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গানিতিক জীববিদ্যা (Mathematical Biology) নতুন এক বিজ্ঞান যা গনিত এবং জীববিদ্যা র সমন্বয়ে গঠিত। সাংগঠনিক জীববিদ্যার সাথে এর যথেষ্ঠ মিল রয়েছে তবে এই বিদ্যার প্রধান লক্ষ্য হচ্ছে বিভিন্ন গানিতিক পদ্ধতি ব্যবহার ও আবিষ্কার এর মাধ্যমে জৈব তথ্যবিজ্ঞান এবং সাংগঠনিক জীববিদ্যা কে সমৃদ্ধ করা।
গানিতিক জীববিদ্যার প্রধান শক্তি গনিত।