জ্যাক কিলবি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবি (নভেম্বর ৮, ১৯২৩ - জুন ২০, ২০০৫) বিখ্যাত মার্কিন তড়িৎ প্রকৌশলী। তিনি ২০০০ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৯৫৮ সালে টেক্সাস ইনস্ট্রুমেন্ট্স-এ কাজ করার সময় প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট তৈরী করেন।
[সম্পাদনা] জীবনী
কিলবি মিসৌরি অঙ্গরাজ্যের জেফারসন সিটিতে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় কাটান কানসাসের গ্রেট বেন্ডে। গ্রেট বেন্ড হাই স্কুল থেকে স্নাতক হন। এই শহরের প্রবেশপথে স্থাপিত একটি ফলক সেখানে তার অবস্থানের স্মৃতি বহন করে।
কিলবি তার তুলনামূলক খারাপ ফলাফলের (৪৯৭ পয়েন্ট পান)কারণে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হবার সুযোগ পাননি। এমআইটিতে ভর্তির জন্য ন্যূনতম ৫০০ পয়েন্ট প্রয়োজন হয়। তিনি ১৯৪৭ সালে ইউনিভার্সিটি অফ ইলিয়নিস অ্যাট আরবানা-শ্যাম্পেন থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রী লাভ করেন। ১৯৫০ সালে উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। একই সাথে তিনি Milwaukee-তে কাজ করতেন।