ডর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডর একটি হিন্দি সিনেমা। এটি ১৯৯৩সালের ২৪শে ডিসেম্বর মুক্তি পায়।
[সম্পাদনা] অভিনয়
শাহরুখ খান,জুহি চাওলা,সানি দেওল,অনুপম খের,অনু কাপুর,তানভি আযমি,পিলু ওয়াদিয়া, ভিকাশ আনন্দ,দেলিপ তাহিল ।
[সম্পাদনা] পুরষ্কার
জাতীয় পুরষ্কার : সেরা জনপ্রিয় ছবি ।
ফিল্মফেয়ার পুরষ্কার : হাস্যরসাত্নক চরিত্র অনুপম খের ।
ফিল্মফেয়ার পুরষ্কার মনোনয়ন : হাস্যরসাত্নক চরিত্র অনুপম খের , নির্দেশক যশ চোপরা , খলনায়ক শাহরুখ খান ।
[সম্পাদনা] কাহিনী
ভালবাসা সফল না হওয়ার ভয়,ভালবাসার প্রতিদান না পাওয়ার ভয়,ভালবাসার মানুষকে হারানোর ভয় সব রকম ভয় 'ডর' সিনেমাতে আছে। এটি রাহুলের (শাহরুখ খান) কাহিনী যার ভালবাসা এবং কিরনের (জুহি চাওলা) প্রতি আসক্তি তাকে সকল ভয়ের ঊর্ধে রাখে । এটি সুনিলের (সানি দেওল) কাহিনী যার কিরনের প্রতি ভালোবাসা তাকে মৃত্যুর মুখোমুখি হতে সাহস যোগায়। এটি কিরনের কাহিনী যে একজনের ভালবাসা এবং আরেকজনের আসক্তির মাঝে পরেছে। সে একজনকে ভয় পায়,আরেকজনের জন্য ভয় পায়। একজন ভালবাসার বিনিময়ে আরেকজন জীবনের বিনিময়ে যুদ্ধে দাঁড়ায় এবং সবশেষে ভালবাসা জয় লাভ করে।