আলাপ:তাহমিমা আনাম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"তার প্রথম উপন্যাস আ গোল্ডেন এজ (A Golden Age) ২০০৭ সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়।" -- মানে? প্রথম উপন্যাস প্রকাশের আগেই "সিদ্ধিলাভ" হয়ে গেল? --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫৬, ২৩ ডিসেম্বর ২০০৬ (UTC)
হ্যাঁ সিদ্ধিলাভতো হয়েই গেল। আর না হলেও হয়ে যেত উপন্যাস বের হবার পর। উপন্যাসে কি আছে জানি না। তবে আমি দৈনিক যায়যায়দিনেও এই উপন্যাস ও তার লেখিকার উপর লেখা পড়েছি। উপন্যাস প্রকাশ না হওয়া পর্যন্ত এইটুকু বলা যায় লেখিকার প্রধান যোগ্যতা তিনি বাংলাদেশের এক বিশিষ্ট্য পরিবারের সন্তান। ইহা কি উইকিতে নিবন্ধ প্রকাশের জন্য যথেষ্ঠ্য? আমরা উপন্যাস প্রকাশ পর্যন্ত অপেক্ষা করি। হয়ত উপন্যাসের লিখিকা নিয়ে আগেই লেখা আমাদের গর্বের বিষয়ও হয়ে উঠতে পারে!!!!! মুনতাসির ১৬:১৩, ২৩ ডিসেম্বর ২০০৬ (UTC)
- আমার মনে হয় উপন্যাস উল্লেখের আগে আরও মাস তিনেক অপেক্ষা করা উচিত ছিল। মার্চে লেখা বের হবে, তারপর না হয় উল্লেখ করা যাবে। আর উপন্যাস লেখা ছাড়া ওনার আর বিশেষ যোগ্যতা কী আছে? যদি কিছু থেকে থাকে, তাহলে শুধু সেটুকু তথ্য রাখাই মনে হয় ভাল। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:২৪, ২৩ ডিসেম্বর ২০০৬ (UTC)
- তাহলে ব্যবস্থা নিন। মুনতাসির ১৭:১৭, ২৩ ডিসেম্বর ২০০৬ (UTC)
উপন্যাস প্রকাশের আগেই তিনি বিখ্যাত হয়েছেন। কারণ তার উপন্যাসের প্রথম অধ্যায় একটি সংকলনে বের হয়েছিলো। এই অধ্যায়টি পড়েই জন মারে এটি প্রকাশের আগ্রহ দেখান। তার উপন্যাসের অংশবিশেষ পড়েই ইংল্যান্ডের পত্রিকাগুলো তাকে "The Golden Girl" আখ্যা দিয়েছে। প্রথম আলো লিখেছে "সোনার মেয়ে"। প্রকাশের আগেই তিনি বিখ্যাত। বহিঃসংযোগগুলো দেখুন। তবেই notability সম্বন্ধে বুঝবেন। -- মুহাম্মদ ০৪:৩৩, ২৪ ডিসেম্বর ২০০৬ (UTC)
- তাহলে ভাষাটা ওরকমই হওয়া উচিত। আর reference তো শুধু একটাই - একটা বিশেষ প্রথম আলো ফিচার, আর প্রথম আলোর প্রকাশক তো আবার তাহমিমা-র বাবা। আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত। দেখি, এটা মাথায় রেখে আমি কিছু পরিবর্তন করতে পারি কি না। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:২৪, ২৪ ডিসেম্বর ২০০৬ (UTC)
-
- অন্য বেশ কিছু রেফারেন্স কিন্তু আছে। যেমন দি অবজারভার, (গার্ডিয়ান গ্রুপের, ইংল্যান্ডের)। --রাগিব (আলাপ | অবদান) ০৪:২৯, ৭ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
"একটি উপন্যাস তাও আবার বাংলা ভাষায় নয়, তাহলে তিনি কি করে বাংলা সাহিত্যের লেখক হলেন? আমার মনে হয় তার নাম এখানে স্থান পাবার মতো নয়"Kaushik ০৪:২৬, ৭ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)কৌশিক