তৃণমূল কংগ্রেস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তৃণমূল কংগ্রেস ভারতের একটি রাজনৈতিক দল।
দলটির নেতা হলেন মমতা ব্যানার্জী।
দলটি তৃণমূল নামক পত্রিকা প্রকাশ করে থাকে। দলটির তরুণ সংগঠন হল 'তৃণমূল ইয়ুথ কংগ্রেস'(Trinamool Youth Congress)।
২০০৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি ৮,০৪৭,৭৭১ ভোট পেয়েছিল (২.১%, ২টি আসন) ।