পদ্ম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতের জাতীয় ফুল। বৈজ্ঞানিক নাম: Nelumbo nucifera
শালুক (waterlily) দেখতে পদ্মফুলের মত হলেও এরা শালুক-পরিবারের (Nympheaceae) সঙ্গে পদ্ম পরিবারের (Nelumbonaceae) খুব একটা নিকটত্ব নেই। এদের পাতা দেখলে সহজেই পৃথক করা যায়।
সূচিপত্র |
[সম্পাদনা] বিভিন্ন নাম
পদ্মফুলের বহু নাম:
পদ্ম, কমল, শতদল, সহস্রদল, উত্পল (পদ্ম বা শাপলা), মৃণাল, পঙ্কজ, অব্জ, অম্বুজ, নীরজ, সরোজ, সরসিজ, সররুহ, নলিনী, অরবিন্দ, রাজীব, ইন্দিরা, কুমুদ, তামরস,
- পুণ্ডরীক=শ্বেতপদ্ম
- কোকোনদ=লাল পদ্ম
- ইন্দিবর= নীল পদ্ম
[সম্পাদনা] নাল
বৃন্ত
[সম্পাদনা] পদ্মপাতা
পরিধি পুরো গোল, শালুকের মত একদিকে খাঁজকাটা নয়।
[সম্পাদনা] পদ্মমধু
[সম্পাদনা] কন্দ
[সম্পাদনা] সাংস্কৃতিক ও প্রতীকী গুরুত্ব
পদ্মফুল পবিত্র সৌন্দর্যের প্রতীক ( চরণকমল, পাদপদ্ম, করকমল, মুখপদ্ম, কমলনয়না ইত্যাদি ), যেমন লাল গোলাপ ভালোবাসার ও চাঁপার কলি নমনীয় লালিত্যের (softness) প্রতীক
- পদ্মাসন : একটি যোগাসন
- পদ্ম, মহাপদ্ম প্রাচীন ভারতের সংখ্যাবাচক শব্দ
- সিপাহী বিদ্রোহের সময় পদ্ম উপহার সাংকেতিক ভাষা হিসাবে ব্যবহার হত।
- পদ্মকাঁটা : একপ্রকার চর্মরোগ
[সম্পাদনা] গোবরে পদ্মফুল
[সম্পাদনা] পদ্মপাতায় জল
পদ্ম পাতার উপর জল আটকায়না, খুব তরল ভাবে এদিক ওদিক করে তারাতাড়ি হড়কে পড়ে যায়। তাই অস্থায়ী অবস্থাকে "পদ্মপাতায় জল" উপমা দ্বারা বোঝান হয়।
[সম্পাদনা] হিন্দু, বৌদ্ধ, বাহাই ধর্মীয় প্রতীক
- হিন্দু ধর্মীয় কাহিনী অনুসারে নারায়ণের নাভি থেকে নির্গত পদ্ম লক্ষ্মী দেবীর আসন।
- শ্বেতপদ্ম বিদ্যার দেবী সরস্বতীর আসন।