বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
স্থাপিত | ১৯৬২ |
---|---|
ধরণ | সরকারী বিশ্ববিদ্যালয় |
উপাচার্য | ডঃ এ এম এম শফিউল্লাহ |
শিক্ষক | ৩৫০ |
ছাত্র | ৪০০০ |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
ক্যাম্পাস | শহরের কেন্দ্রস্থলে, ৭৬.৮৫ একর (0.31 km²) |
ওয়েবসাইট | www.buet.ac.bd |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) (Bangladesh University of Engineering and Technology) বাংলাদেশের একটি সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয় । এটি ঢাকা শহরের পলাশী এলাকায় অবস্থিত।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
বুয়েট উনবিংশ শতাব্দীর শেষভাগে জরিপকারদের জন্য একটি জরিপ শিক্ষালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঢাকা সার্ভে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল নালগোলায়, ১৮৭৬ সালে। এসময় ব্রিটিশ ভারত সরকার কাজের সুবিধার জন্য জরিপকারদের এই শিক্ষালয় প্রতিষ্ঠা করে। নওয়াব আহসানউল্লাহর মহৎ অনুদানে এটি পরবর্তীতে একটি স্বয়ংসম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং শিক্ষালয় হিসেবে প্রসার লাভ করে। আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স দিতে শুরু করে পুরকৌশল, তড়িৎকৌশল এবং যন্ত্রকৌশল বিভাগে। তৎকালীন নবাবের দানের কারনে এটি তার পিতা খাজা আহসানউল্লাহর নামে নামকরন করা হয়। ১৯১২ সালে এটি বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়।
১৯৪৭ এর দেশবিভাগের পর এটিকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ রুপে উন্নীত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং অনুষদ হিসেবে। এটি তখন চার বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রী প্রদান করতে শুরু করে পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, কেমিকৌশল ও ধাতবকৌশল বিভাগে।
পাকিস্তান আমলে ১৯৬২ সালে এটিকে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরিণত করে নাম দেয়া হয় পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয় (East Pakistan University of Engineering and Technology, or EPUET)। এগ্রিকালচারাল এন্ড মেকানিক্যাল কলেজ অব টেক্সাস এর সাথে যৌথ ব্যাবস্থাপনার চুক্তি স্বাক্ষরিত হয় ফলে ওখান থেকে অধ্যাপকগন এদেশে এসে কারিকুলাম ঠিক করেন। এসময় ই.পি.ইউ.ই.টি. যন্ত্রকৌশল, তরিৎকৌশল, পুরঃকৌশল, কেমিকৌশল ও স্থাপত্য বিভাগের কোর্স পরিচালনা করত।
১৯৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে এর নাম পরিবর্তন করে বর্তমানের নাম, অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাখা হয়।
[সম্পাদনা] অনুষদ এবং বিভাগ সমূহ
বর্তমানে ৫ টি অনুষদের অধীনে ১৬ টি বিভাগ রয়েছে। এগুলো হল -
- স্থাপত্য এবং পরিকল্পনা অনুষদ
- স্থাপত্য বিভাগ
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
- মানবিক বিভাগ
- পুরকৌশল অনুষদ
- পুরকৌশল বিভাগ
- পানিসম্পদ কৌশল বিভাগ
- তড়িত এবং ইলেকট্রনিক কৌশল অনুষদ
- তড়িত এবং ইলেকট্রনিক কৌশল বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ
- প্রকৌশল অনুষদ
- কেমিকৌশল বিভাগ
- বস্তু ও ধাতব কৌশল বিভাগ
- রসায়ন বিভাগ
- গণিত বিভাগ
- পদার্থ বিজ্ঞান বিভাগ
- পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগ
- যন্ত্রকৌশল অনুষদ
- যন্ত্রকৌশল বিভাগ
- নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ
- ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন কৌশল বিভাগ
[সম্পাদনা] ইনস্টিটিউট ও সেন্টারসমূহ
বর্তমানে ৩টি ইনস্টিটিউট এবং ৫টি সেন্টার রয়েছে। এগুলো হল -
- ইনস্টিটিউট
- ইনস্টিটিউট অব ইনফরমেশন এণ্ড কমিউনিকেশন টেকনোলজি
- পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট
- ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি
- সেন্টার
- সেন্টার ফর এনার্জি স্ট্যাডিজ
- সেন্টার ফর এনভারনমেন্টাল এণ্ড রিসোর্স ম্যানেজমেন্ট
- ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক সেন্টার
- বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সেন্টার
- একসিডেন্ট রিসার্চ সেন্টার
[সম্পাদনা] আবাসিক হল সমূহ
বুয়েটে আটটি ছাত্রাবাস রয়েছে। শহীদ স্মৃতি হল তরুন শিক্ষকদের জন্য বরাদ্দকৃত যাদের কোন প্রাতিষ্ঠানিক আবাসস্থল নেই।
হলগুলো বিভিন্ন সময়ে তৈরী করা হয়েছে। একারনে বিভিন্ন হল বিভিন্ন স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করে। প্রতিটি হলের তত্ত্বাবধানে থাকেন প্রভোস্ট। সাধারনত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে প্রভোস্ট নির্বাচন করা হয়। প্রতিটি হলে তিনজন সহকারী প্রভোস্ট নিযুক্ত আছেন।
হলগুলোর বেশিরভাগই জাতীয় বীর ও নেতাদের স্মরণে নামকরন করা হয়েছে। হলগুলো হলঃ
- নজরুল ইসলাম হল
- শহীদ স্মৃতি হল
- আহসান উল্লাহ হল
- তিতুমীর হল
- শের-এ-বাংলা হল
- সোহরাওয়ার্দী হল
- ড. এম. এ. রশীদ হল
- ছাত্রী হল