বাংলাদেশ মেরিন একাডেমী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ মেরিন একাডেমী বাংলাদেশের একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এটি চট্টগ্রাম শহরের ২০ কিলোমিটার দক্ষিণে জলদিয়া এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
মেরিন একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে। তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে এটিই ছিলো একমাত্র নৌ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটির দায়ভার বাংলাদেশ সরকার গ্রহণ করে। বর্তমানে এটি নৌ পরিবহন মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত। [১]
[সম্পাদনা] নিবন্ধন
মেরিন একাডেমী নিম্নের বিশ্ববিদ্যালয় গুলির অধীনে নিবন্ধিত:
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় [২]
- ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি, সুইডেন [৩]
[সম্পাদনা] প্রশিক্ষণ
বাংলাদেশ মেরিন একাডেমী বাণিজ্যিক জাহাজের জন্য ক্যাডেট কর্মকর্তা, নাবিক, ও অন্যান্য কর্মীদের বেশ কিছু বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Marine Academy, Ministry of Shipping, Govt. of Bangladesh.
- ↑ University of Chittagong, from Banglapedia.
- ↑ Marine Academy, from Banglapedia.