বাজীগর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাজীগর (হিন্দি : बाज़ीगर, উর্দু: بازی گر, অনুবাদ: "জুয়াড়ি") ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান। রোমাঞ্চকর ধারার এই চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে এক তরুণকে নিয়ে, যিনি যেকোনো মূল্যে প্রতিশোধ নিতে চান। চলচ্চিত্রটি হলিউডের ছবি এ কিস বিফোর ডাইয়িং অবলম্বনে তৈরী করা হয়েছে। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল মুখার্জি প্রমূখ। ছবিটির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শিল্পা শেঠীর অভিষেক হয়।