ব্রজলাল কলেজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রজলাল কলেজ বাংলাদেশের খুলনা শহরে অবস্থিত একটি কলেজ। এটি বিএল কলেজ নামেও পরিচিত। শিক্ষানুরাগী বাবু ব্রজলাল চ্যাটার্জি ১৯০২ সালে এটি প্রতিষ্ঠা করেন। শুরুতে এর নাম ছিল হিন্দু একাডেমী। ১৯০২ সালের ২৭শে জুলাই এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। ১৯০৭ সালে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে। ১৯৪৪ সালের ৮ই আগস্ট ব্রজলালের মৃত্যুর পর কলেজটির নামকরণ করা হয় ব্রজলাল হিন্দু একাডেমী। পরবর্তীতে এটি বর্তমানের বিএল কলেজ নাম লাভ করে। ১৯৬৭ সালের ১লা জুলাই তারিখে এটি সরকারী কলেজে পরিণত হয়। ১৯৯৩ সালে এটিকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করা হয়।