ব্রুনাইয়ের জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রুনাই এর জাতীয় পতাকা ১৯৫৯ সালের ২৯শে সেপ্টেম্বরে প্রণীত হয়। সে সময় এটি যুক্তরাজ্যের একটি আশ্রিত রাজ্য ছিল। দেশটি ১৯৮৪ সালের ১লা জানুয়ারি ব্রুনাই দারুসসালাম (ব্রুনাই, শান্তির দেশ) নামের স্বাধীন দেশ হিসাবে যখন আত্মপ্রকাশ করে, তখন এই পতাকাটিই দেশের জাতীয় পতাকা হিসাবে গ্রহন করা হয়।
পতাকাটির কেন্দ্রস্থলে ব্রুনাইয়ের কোট অফ আর্মস বা জাতীয় প্রতীক হলুদ বর্ণের পটভূমিতে শোভা পেয়েছে। কর্ণ বরাবর সাদা ও কালো বর্ণের দুইটি সমান্তরাল রেখা রয়েছে।
কোট অফ আর্মস বা জাতীয় প্রতীকটিতে রয়েছে একটি নতুন চাঁদ, যা ইসলামের প্রতীক। এর সাথে যুক্ত অবস্থায় রয়েছে একটি ছাতা, যা রাজতন্ত্রের প্রতীক। চাঁদটির নীচে রয়েছে একটি ফিতা। চাঁদ ও ফিতাটিতে আরবি ভাষায় লেখা আছে, "ব্রুনাই রাজ্য, শান্তির স্থান", এবং কলেমা (ইসলাম ধর্মের প্রথম স্তম্ভ)।
দক্ষিণপূর্ব এশিয়াতে হলুদ রঙটি রাজবংশের প্রতীক বর্ণ হিসাবে ব্যবহার করা হয়। ব্রুনাই ছাড়াও মালয়েশিয়া ও থাইল্যান্ডের জাতীয় পতাকা, এবং ইন্দোনেশিয়ার রাষ্টপতির পতাকাতে হলুদ বর্ণ ব্যবহার করা হয়েছে।
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর
এশিয়ার দেশগুলির জাতীয় পতাকা (Asia) |
---|
আজারবাইজান (Azarbaijan) • আফগানিস্তান (Afghanistan) • ইন্দোনেশিয়া (Indonesia) • ইয়েমেন (Yemen) • ইরাক (Iraq) • ইরান (Iran) • ইসরায়েল (Israel) • উজবেকিস্তান (Uzbekistan) • উত্তর কোরিয়া (North Korea) • ওমান (Oman) • ক্যাম্বোডিয়া (Cambodia) • কুয়েত (Kuwait) • কাজাকিস্তান (Kazakhstan) • কাতার (Qatar) • কিরগিজিস্তান (Kyrgyzstan) • চীন (China) • জর্ডান (Jordan) • জাপান (Japan) • তুর্কমেনিস্তান (Turkmenistan) • তুরস্ক (Turkey) • তাজিকিস্তান (Tajikistan) • থাইল্যান্ড (Thailand) • দক্ষিণ কোরিয়া (South Korea) • নেপাল (Nepal) • পূর্ব তিমুর (East Timor) • পাকিস্তান (Pakistan) • ফিলিপাইন (The Phillipines) • ব্রুনাই (Brunei) • বাংলাদেশ (Bangladesh) • বাহরাইন (Bahrain) • ভুটান (Bhutan) • ভারত (India) • ভিয়েতনাম (Vietnam) • মঙ্গোলিয়া (Mongolia) • মায়ানমার (Myanmar) • মালদ্বীপ (Maldives) • মালয়েশিয়া (Malaysia) • লাওস (Laos) • লেবানন (Lebanon) • শ্রীলংকা (Sri Lanka) • সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) • সাইপ্রাস (Cyprus) • সিঙ্গাপুর (Singapore) • সিরিয়া (Syria) • সৌদি আরব (Saudi Arabia) |