ভাষাবিজ্ঞানের ইতিহাস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] ঊনবিংশ শতাব্দী
১৯শ শতাব্দী ছিল তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের শতক।
[সম্পাদনা] বিংশ শতাব্দী
বিংশ শতাব্দীর ভাষাবিজ্ঞান মূলত তাত্ত্বিক ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বিংশ শতাব্দীর ভাষাবিজ্ঞান চর্চাকে দুইটি পর্যায়ে ভাগ করা যায়। ১৯১০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত পর্যায়টিকে "সাংগঠনিক ভাষাবিজ্ঞান" ও ১৯৫০-পরবর্তী পর্যায়টিকে "সঞ্জননী ভাষাবিজ্ঞান" নামে অভিহিত করা যায়।