ম্যাড ম্যাক্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যাড ম্যাক্স' একটি বিখ্যাত অস্ট্রেলীয় চলচ্চিত্র। ১৯৭৯ খ্রীস্টাব্দে নির্মিত ছবিটিতে অভিনয় করেছিলেন মেল গিবসন। মাত্র ৩০০,০০০ অস্ট্রেলীয় ডলারে নির্মিত এই ছবিটি সারা বিশ্বে ১০০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলারের ব্যবসা করে। ১৯৯৯ এর দি ব্লেয়ার উইচ প্রজেক্ট নির্মিত হওয়ার পূর্বে ম্যাড ম্যাক্সই ছিল আয়-ব্যয় এর আনুপাতিক হিসাবে সবচেয়ে ব্যবসা সফল ছবি।
ছবিটির কাহিনী মূলতঃ প্রলয় পরবর্তী (post-apocalyptic) অরাজক পরিস্থিতি নিয়ে। এটি পরিচালনা করেন জর্জ মিলার, এবং কাহিনী লিখেছেন মিলার, জেমস ম্যাকুসল্যান্ড, ও বায়রন কেনেডী। উত্তর আমেরিকাতে এটি ১৯৮০ খ্রীস্টাব্দে ছাড়া হয়।
ম্যাড ম্যাক্স সিরিজে আরো দুইটি ছবি - দি রোড ওয়ারিয়র (১৯৮২) ও বিয়ন্ড থান্ডারডোম (১৯৮৫) নির্মিত হয়েছে।