উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রিটিশ মিউজিয়াম এর কেন্দ্রস্থল
যাদুঘর বলতে সমাজ ও জনগণের সেবায়, সর্বজনের জন্য উন্মুক্ত সংস্থাকে বোঝায়, যা গবেষণা, শিক্ষা, বিনোদন প্রভৃতি উদ্দেশ্যে বিভিন্ন বস্তু সংগ্রহ, সংরক্ষণ, ও প্রদর্শন করে থাকে। (এই সংজ্ঞাটি আন্তর্জাতিক যাদুঘর পরিষদ (International council of museums) কর্তৃক প্রদত্ত)।