শাহাবুদ্দিন আহমেদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহাবুদ্দিন আহমেদ (জন্ম ফেব্রুয়ারি ১, ১৯৩০) বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি। তিনি প্রথমে ১৯৯০ সালে অস্থায়ী রাষ্ট্রপতি ও ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
[সম্পাদনা] জন্ম ও প্রাথমিক জীবন
শাহাবুদ্দিনের জন্ম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমাল গ্রামে। তাঁর পিতার নাম তালুকদার রিসাত আহমেদ। শাহাবুদ্দিনের শিক্ষা জীবন কাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে তিনি ১৯৫১ সালে অর্থনীতিতে বিএ (অনার্স) এবং ১৯৫২ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তদানিন্তন পাকিস্তানী সিভিল সার্ভিসের (সিএসপি) প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি প্রথমে লাহোরের সিভিল সার্ভিস একাডেমী, এবং পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন।
[সম্পাদনা] কর্মজীবন
শাহাবুদ্দিন আহমেদের কর্মজীবনের সূচনা ম্যাজিস্ট্রেট হিসাবে। এর পর তিনি গোপালগঞ্জ ও নাটোরের মহকুমা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সহকারী জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি পান। এর পর ১৯৬০ সালে তিনি প্রশাসন হতে বিচার বিভাগে বদলী হন। তিনি ঢাকা ও বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে এবং কুমিল্লা ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি | ![]() |
---|---|
শেখ মুজিবুর রহমান •আবু সাঈদ চৌধুরী • মোহাম্মদউল্লাহ • শেখ মুজিবুর রহমান • খন্দকার মোশতাক আহমেদ • আবু সাদাত মোহাম্মদ সায়েম • জিয়াউর রহমান • আব্দুস সাত্তার • হুসেইন মুহাম্মদ এরশাদ •আফম আহসানউদ্দিন চৌধুরী • হুসেইন মুহাম্মদ এরশাদ • শাহাবুদ্দিন আহমেদ • আবদুর রহমান বিশ্বাস • শাহাবুদ্দিন আহমেদ • একিউএম বদরুদ্দোজা চৌধুরী • জমিরুদ্দিন সরকার • ইয়াজউদ্দিন আহম্মেদ |