আলাপ:শিল্প
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিবন্ধটি factual না হয়ে original research ও রচনার মত লাগছে। এ ধরণের নিবন্ধ তাত্ত্বিক আলোচনার জন্য ভালো হতে পারে কিন্তু বিশ্বকোষে তো fact, তথ্য এসব থাকতে পারে, ব্যক্তিগত বিশ্লেষণ না। আমার মতে এই নিবন্ধটিতে শিল্প ইতিহাস, প্রকারভেদ, ইত্যাদি নিয়ে আলোচনা হওয়া উচিৎ।
আরেকটা ব্যপার হল, নিবন্ধটা পড়ে মনে হচ্ছে এর বিষয় হল Art, কিন্তু শিল্প বলতে বাংলাতে Industry ও বোঝানো হয়ে থাকে। কাজেই এরকম দ্ব্যর্থতা পূর্ণ বিষয় খোলাসা করা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ২৩:৫৮, ২৪ জুলাই ২০০৬ (UTC)