সারা ভারত ফরওয়ার্ড ব্লক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সারা ভারত ফরওয়ার্ড ব্লক(All India Forward Bloc) ভারতের একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। এই দলটি ১৯৩৯ সালে সুভাষ চন্দ্র বোস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। দলটির সাধারণ সম্পাদক হলেন দেব্রত বিশ্বাস। দলটির তরুণ সংগঠন হল সারা ভারত যুবলীগ। ২০০৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি ১৩৬৫০৫৫ ভোট পেয়েছিল (০.২%, ৩টি আসন)।