সুন্দরবন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুন্দরবন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে অবস্থিত বন। এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, এবং রয়েল বেঙ্গল টাইগার এর বাসস্থান।
[সম্পাদনা] অবস্থান ও আয়তন
গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত। সুন্দরবনের বর্তমান আয়তন ৫,৭০৪ বর্গকিলোমিটার(৫৭,৭২,৮৫৬ হেক্টর)।
[সম্পাদনা] নামকরণ
সুন্দরবনের নামকরনের নানা মত। কারো কারো মতে সুন্দর বা সমুন্দর বন থেকে এর নাম। তবে বেশি গ্রহণযোগ্য মত হল সুন্দরী গাছের জন্য এর নাম সুন্দরবন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।