উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাবিবুল বাশার (জন্ম আগস্ট ১৭, ১৯৭২, নাগাকান্দা কুষ্টিয়া জেলা) বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক এবং বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান। তার পুরো নাম কাজী হাবিবুল বাশার। তিনি একজনডান হাতি ব্যাটসম্যান। তার বোলিং এর ধরণ অফ ব্রেক। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় ক্রিকেট লীগে খুলনা জেলা, এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমান দলের হয়ে খেলে থাকেন। তার টেস্ট অভিষেক হয় ২০০০ সালে ভারত এর বিপক্ষে। আর একদিনের খেলায় অভিষেক হয় ১৯৯৫ তে শ্রীলঙ্কা র বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ তে।
ব্যাটিং পরিসংখ্যানঃ (০৭/০৫/২০০৬) |
ধরণ |
খেলা |
ইনিংস |
অপরাজিত |
রান |
সর্বোচ্চ রান |
গড় |
রানের হার |
১০০ |
৫০ |
চারের মার |
ছক্কা |
টেষ্ট ক্রিকেট |
৪২ |
৮৩ |
১ |
২৮৩৮ |
১১৩ |
৩৪.৬০ |
৬০.৪০ |
৩ |
২৪ |
৩৭৪ |
২ |
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট |
৮২ |
৮০ |
৩ |
১৬৬৩ |
৭৪ |
২১.৫৯ |
৬০.০৩ |
০ |
১২ |
৭ |
প্রথম শ্রেণীর ক্রিকেট |
৭২ |
১৩৫ |
৪ |
৪৬১৬ |
২২৪ |
৩৫.২৩ |
৬ |
৩৪ |
বোলিং পরিসংখ্যানঃ (০৭/০৫/২০০৬) |
ধরণ |
খেলা |
বল |
রান |
উইকেট |
সেরা |
গড় |
রানের হার |
টেষ্ট |
৪২ |
২৩৪ |
১৯৫ |
০ |
- |
- |
৫.০০ |
একদিনের খেলা |
৮২ |
১৭৫ |
১৪২ |
১ |
১/৩১ |
১৪২.০০ |
৪.৮৬ |
প্রথম শ্রেণী |
৭২ |
৭৫৪ |
৪৯১ |
৮ |
২/২৮ |
৬১.৩৭ |
৩.৯০ |