হেইকে কামারলিং ওনেস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেইকে কামারলিং ওনেস | |
![]() |
|
|
|
নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ অতিপরিবাহিতা নিয়ে গবেষণা |
|
জন্ম | সেপ্টেম্বর ২১, ১৮৫৩ Groningen, নেদারল্যান্ড |
---|---|
মৃত্যু | ফেব্রুয়ারি ২১, ১৯২৬ Leiden, Netherlands |
বাসস্থান | ![]() |
জাতীয়তা | ![]() |
ক্ষেত্র | পদার্থবিজ্ঞানী |
প্রতিষ্ঠান | লিডেন বিশ্ববিদ্যালয় |
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন | হাইডেলর্গর্গর্র্গ বিশ্ববিদ্যালয় University of Groningen |
শিক্ষাগত উপদেষ্টা | R.A. Mees |
উল্লেখযোগ্য ছাত্র | Wander de Haas Pieter Zeeman |
যে কারণে বিখ্যাত | অতিপরিবাহিতা |
হেইকে কামারলিং ওনেস নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী একজন পদার্থবিজ্ঞানী। তার মূল গবেষণার বিষয় ছিল অতিশৈত্য তৈরীর প্রযুক্তি এবং এর সাথে সংশ্লিষ্ট সকল ঘটনাসমূহ। তিনি ১৯১৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। এক্ষেত্রে অতিপরিবাহিতা বিষয়ে তার মৌলিক গবেষণা গুরুত্ব পায়।
Template:Nobel Prize in Physics Laureates 1901-1925