অ্যাংস্ট্রম একক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাংস্ট্রম (সুয়েডীয় Ångström অংস্ত্র্যোম) হলো দৈর্ঘ্যের একক। ১ অ্যাংস্ট্রম হচ্ছে ১ সেন্টিমিটারের ১ শত মিলিয়ন ভাগের ১ ভাগ বা সেন্টিমিটার ( মিটার) । সাধারণত পারমাণবিক আকৃতিগুলো কয়েক অ্যাংস্ট্রম হয়ে থাকে আর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কয়েক সহস্র অ্যাংস্ট্রম পর্যন্ত হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।