আপেক্ষিক ভর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোন প্রসঙ্গ-কাঠামো (ইংলিশে, reference frame) থেকে কোন স্থির পর্যবেক্ষক কোন বস্তুর যে ভর পরিমাপ করেন তা বস্তুটির আপেক্ষিক ভর। এই ভরটি ঐ প্রসঙ্গ-কাঠামো সাপেক্ষে ঐ বস্তুর ভরের উপর নির্ভর করে। পক্ষান্তরে কোন বস্তুর স্থির ভর প্রসঙ্গ-কাঠামো নিরপেক্ষ।
আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে v দ্রুতিতে গতিশীল কোন বস্তুর ভর m হবে,
যেখানে m0 হলো এর ভর এবং c হলো আলোর দ্রুতি।
সুতরাং, কোন বস্তুর দ্রুতি যদি আলোর দ্রুতির কাছাকাছি হয় কেবল তখনি তার আপেক্ষিক ভর ও নিশ্চল ভর এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ পার্থক্য দেখা যাবে। উদাহরনস্বরূপ, যখন v = c / 2, আপেক্ষিক ভর, স্থির ভর অপেক্ষা ১৫% বেশী হয়।