ই-মেইল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত বার্তা। ১৯৭২ খ্রীস্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়।
সূচিপত্র |
[সম্পাদনা] ই-মেইল ঠিকানা
ইমেইল ঠিকানা দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হল ব্যবহারকারী নাম। এর ঠিক পরপরই থাকে @ চিহ্নটি। তার পরে থাকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর প্রতিষ্ঠানের নাম। যেমন: abc@cde.com এই ঠিকানাটিতে abc হল ব্যবহারকারী নাম, cde.com হল ব্যবহারকারীর মেইল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নাম।
[সম্পাদনা] ই-মেইল সিস্টেম
ইমেইল প্রেরণের ক্ষেত্রে দুইটি মূল সফটওয়ার কাজ করে। এগুলো হলো:
- মেইল ইউজার এজেন্ট (MUA) অর্থাৎ ইমেইল প্রেরক/প্রাপকের ব্যবহৃত প্রোগ্রাম
- মেইল ট্রান্সফার এজেন্ট (MTA) যা মেইল স্থানান্তর করে।
[সম্পাদনা] মেইল ইউজার এজেন্ট
মেইল ইউজার এজেন্টের উদাহরণ হল মাইক্রোসফট আউটলুক, ইউডোরা, মোজিলা থান্ডারবার্ড। ইন্টারনেট ভিত্তিক মেইল ব্যবস্থায় ওয়েবভিত্তিক ইন্টারফেসটিই মেইল ইউজার এজেন্ট হিসাবে কাজ করে।
[সম্পাদনা] মেইল ট্রান্সফার এজেন্ট
মেইল ট্রান্সফার এজেন্ট হল ইমেইল স্থানান্তরের কাজে ব্যবহৃত সার্ভার সফটওয়ার। উদাহরণ হল সেন্ডমেইল, কিউমেইল, প্রভৃতি।
[সম্পাদনা] ওয়েবভিত্তিক ই-মেইল
অনেক প্রতিষ্ঠানই বর্তমানে ওয়েবভিত্তিক ই-মেইল সেবা প্রদান করে থাকে। যেমন, মাইক্রোসফটের হটমেইল, ইয়াহু!র ইয়াহু! মেইল, গুগলের জিমেইল প্রভৃতি।