কাঞ্চনজঙ্ঘা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও কে২ এর পরে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ যার উচ্চতা ৮,৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট)। এইটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পুর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা শব্দটি শুনে তৎসম কাঞ্চন + জঙ্ঘা মনে হলেও আসলে নামটি সম্ভবতঃ স্থানীয় শব্দ "কাং চেং জেং গা" থেকে এসেছে, যার অর্থ তেঞ্জিং নোরকে তাঁর বই ম্যান অফ এভারেস্ট ( "Man of Everest")-এ লিখেছেন " তুষারের পাঁচ ধনদৌলত "। এটির পাঁচ চূড়া আছে তাদের চারটির উচ্চতা ৮, ৪৫০ মিটারের ওপরে। এ ধনদৌলত ঈশ্বরের পাঁচ ভান্ডারের প্রতিনিধিত্ব করে, স্বর্ণ, রূপা, রত্ন, শস্য, এবং পবিত্র পুস্তক।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
আট-হাজারী পর্বতশৃঙ্গ |
---|
এভারেস্ট • কে২ • কাঞ্চনজঙ্ঘা • লোৎসে • মাকালু • চো ওইয়ু • ধবলগিরি • মানাসলু • নাঙ্গা পর্বত • অন্নপূর্ণা • গাশারব্রুম ১ • ব্রড পিক • গাশারব্রুম ২ • শিশাপাংমা |