নেপাল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|||||
নীতি বাক্য: जननी जन्मभूमिष्च स्वर्गादपि गरीयसी (সংস্কৃত: জননী জন্মভূমিষ্চ স্বর্গাদপি গরিয়সী) মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও বড় |
|||||
জাতীয় সঙ্গীত: রাষ্ট্রীয় গান | |||||
![]() |
|||||
রাজধানী | কাঠমন্ডু | ||||
বড় শহর | কাঠমন্ডু | ||||
রাষ্ট্রভাষা | নেপালী | ||||
সরকার | |||||
একত্রিকরণ |
ডিসেম্বর ২১, ১৭৬৮ | ||||
ভূখন্ড - মোট - পানি (%) |
১৪৭,১৮১ বর্গকিলোমিটার; (৯৪ তম) ৫৬,৮২৭ বর্গ মাইল ২.৮ |
||||
জনসংখ্যা - জুলাই ২০০৫ হিসাবে - জনসংখ্যার ঘনত্ত্ব |
২৭,৬৭৬,৫৪৭ (৪০ তম)
|
||||
জিডিপি (পিপিপি) - মোট - প্রতি এককে |
২০০৫ $৪২.১৭ বিলিয়ন (৮১ তম) $১,৫০০ (১৯৬ তম) |
||||
মানব উন্নয়ন সূচক (২০০৩) | ০.৫২৬ (১৩৬ তম) – মধ্যম | ||||
মুদ্রা | নেপালী রুপি (এনপিআর (NPR) ) |
||||
সময় স্থান | এনটিপি (ইউটিসি+৫.৪৫) | ||||
ইন্টারনেট ডোমেইন | .এনপি | ||||
দেশের কোড | +৯৭৭ |
||||
জাতীয়তা | নেপালী
|
নেপাল সহায়িকা·তথ্য হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশিয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। পৃথিবীর একমাত্র হিন্দু রাজ্য হিসেবে নেপালের খ্যাতি রয়েছে এবং এর শতকরা ৮০ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরুপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়; সর্বত্রই এই বৈচিত্রের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টি ই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।
সূচিপত্র |
[সম্পাদনা] নামকরণ
নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি, তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাড়াচ্ছে পবিত্র গুহা।
[সম্পাদনা] ইতিহাস
নেপালের রাজধানী কাঠমুন্ডুর উপত্যকায় প্রাপ্ত নিওলিথিক যুগের বেশকিছু উপাদান এটিই নির্দেশ করে যে হিমালয়ান অঞ্চলে প্রায় ৯০০০ বছর থেকে মানুষ বসবাস করছে। এটি প্রতিষ্ঠিত যে প্রায় ২৫০০ বছর পূর্বে নেপালে তিব্বতী-বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল। ১৫০০ খৃস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয় বা অ্যারিয়ান জাতিগোষ্ঠী এই হিমালয়ান উপত্যকায় প্রবেশ করে। ১০০০ খৃস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলটিতে বিভিন্ন গোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন গড়ে উঠে। এরকমই একটি কনফেডারেশন ছিল সাকিয়া যার একসময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম (৫৬৩-৪৮৩ খৃস্টাপূর্বাব্দ) যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত। তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য তার রাজত্ব ত্যাগ করেছিলেন। ২৫০ খৃস্টপূর্বাব্দে এই অঞ্চলটি উত্তর ভারতের মাওরিয়ান সম্রাজ্যের (Mauryan) অধীনে আসে এবং পরবর্তীতে ৪র্থ শতাব্দীতে এটি গুপ্ত সম্রাজ্যের অধীনে একটি পুতুল রাষ্ট্রে পরিণত হয়। পঞ্চম শতাব্দীর শেষ হতে শুরু কেরে পরবর্তী বেশ কিছুটা সময় শাসন করে একদল শাসক যারা সাধারণভাবে লিকচাভিস (Licchavis) নামে পরিচিত। লিকচাভি সম্রাজ্যের (Licchavi) পতন ঘটে অষ্টম শতাব্দীতে এবং এরই সাথে শুরু হয় নেওয়ারি (Newari) যুগের। ৮৭৯ সালে নেওয়ারিদের রাজত্ব শুরু হলেও সমগ্র রাষ্ট্রের উপর তাদের নিয়ন্ত্রণ অনেকটাই অনিশ্চিত ছিল। একাদশ শতাব্দীর শেষ ভাগে নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুকাইয়া সম্রাজ্যের (Chalukaya) অধীনে আসে। চালুকাইয়াদের রাজত্বকালে নেপালের ধর্মে ব্যাপক পরিবর্তন আসে কারণ কারণ সব রাজাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচারে অবদান রাখেন।
দ্বাদশ শতাব্দীতে যেসব রাজা অধীষ্ঠান করেন তাদের নামের শেষে সাধারণ একটি শব্দ ছিল আর তা হল মল্ল যার অর্থ হচ্ছে কুস্তীগীর।
[সম্পাদনা] রাজনীতি
[সম্পাদনা] প্রশাসনিক অঞ্চলসমূহ
[সম্পাদনা] ভূগোল
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] জনসংখ্যা
[সম্পাদনা] সংস্কৃতি
[সম্পাদনা] আরও দেখুন
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর
[সম্পাদনা] বহিঃসংযোগ
আফগানিস্তান • আর্মেনিয়া • আজারবাইজান১ • বাহরাইন • বাংলাদেশ • ভুটান • ব্রুনাই • কম্বোডিয়া • গণচীন • সাইপ্রাস • পূর্ব টিমোর২ • মিশর৩ • জর্জিয়া১ • ভারত • ইন্দোনেশিয়া২ • ইরান • ইরাক • ইসরাইল • জাপান • জর্ডান • কাজাখস্তান১ • কুয়েত • কিরগিজিস্তান • লাওস • লেবানন • মালয়েশিয়া • মালদ্বীপ • মঙ্গোলিয়া • মায়ানমার • নেপাল • উত্তর কোরিয়া • ওমান • পাকিস্তান • প্যালেস্টাইন • ফিলিপাইন • কাতার • রাশিয়া১ • সৌদি আরব • সিঙ্গাপুর • দক্ষিণ কোরিয়া • শ্রীলঙ্কা • সিরিয়া • প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান) • তাজিকিস্তান • থাইল্যান্ড • তুরস্ক১ • তুর্কমেনিস্তান • তুর্কী উত্তর সাইপ্রাস প্রজাতন্ত্র • সংযুক্ত আরব আমিরাত • উজবেকিস্তান • ভিয়েতনাম • ইয়েমেন
Geographical notes: (১) কিয়দংশ ইউরোপ মহাদেশে পড়েছে; (২) অংশত বা পূর্ণ ভাবেই ওশেনিয়ার অন্তর্গত, কিন্তু এশিয়ার সাথে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ আছে; (৩) অধিকাংশই আফ্রিকায় অবস্থিত।