চার্লস ডিকেন্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন্ম: | ৭ই ফেব্রুয়ারি, ১৮১২ পোর্টস্মাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড |
---|---|
মৃত্যু: | ৯ই জুন, ১৮৭০ গ্যাড্স হিল প্লেস, হিগহাম, কেন্ট, ইংল্যান্ড |
পেশা: | ঔপন্যসিক |
জাতীয়তা: | ব্রিটিশ |
চার্লস জন হাফাম ডিকেন্স (ইংরেজি ভাষায়: Charles John Huffam Dickens) এফআরএসএ (৭ই ফেব্রুয়ারি, ১৮১২ – ৯ই জুন, ১৮৭০), ছদ্মনাম "Boz", একজন ইংরেজ ঔপন্যাসিক। ডিকেন্স তাঁর গল্প লেখার ধরন ও স্মরণীয় চরিত্র সৃষ্টির জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তাঁকে ইংরেজি ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন হিসেবে গণ্য করা হয়। তিনি ভিক্টোরীয় যুগের প্রধানতম ঔপন্যাসিক ও অন্যতম সমাজ সংস্কারক।
সমালোচকেরা তাঁর গদ্যশৈলী, স্মরণীয় চরিত্র উদ্ভাবনের ক্ষমতা ও শক্তিশালী সামাজিক মূল্যবোধের প্রশংসা করেছেন। আবার কিছু সমালোচক (যাদের মধ্যে হেনরি জেমস ও ভার্জিনিয়া উলফ অন্যতম) তাকে অতিমাত্রায় অনুভূতিপ্রবণ, অবাস্তব ঘটনার ও বিকৃত চরিত্রের বর্ণনাকারী হিসেবে নিন্দা করেছেন [১]।
তাঁর কোন একটি বইও এখনো ছাপার অভাবে ফুরিয়ে যায়নি। ডিকেন্স ধারাবাহিক উপন্যাস লিখতেন, এবং পাঠকেরা তার নতুন লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। তাঁকে অনেকেই তাঁর যুগের শ্রেষ্ঠ লেখক হিসেবে স্বীকৃতি দেন।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ডিসেম্বর ২১ ১৮৬৫ তারিখে হেনরি জেম্স-এর লেখা আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড (Our Mutual Friend)-এর কঠোর সমালোচনা।