জন গণ মন অধিনায়ক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন গণ মন অধিনায়ক ভারতের জাতীয় সংগীত। এই গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
[সম্পাদনা] উদ্ধৃতি
জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উত্কল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥