দারা শিকোহ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দারা শিকোহ (১৬১৫-১৬৫৯) ছিলেন মোগল সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজ মহল এর বড় পুত্র। ফারসি ভাষায় দারা শিকোহ্র নামের অর্থ মহিমান্বিত। মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে তিনি শাহজাহান এবং শাহজাহানের কন্যা জাহানারা বেগম দারা শিকোহকে সমর্থন করতেন। কিন্তু ছোট ভাই আওরঙ্গজেব এর সাথে সাম্রাজ্য নিয়ে যুদ্ধে দারা শিকোহ পরাজিত হন। আওরঙ্গজেবের আদেশে তাঁর শিরোচ্ছেদ করা হয়।