নিক্কোলো মাকিয়াভেল্লি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিক্কোলো দি বের্নার্দো দেই মাকিয়াভেল্লি (ইতালীয় Niccolò di Bernardo dei Machiavelli, ৩রা মে, ১৪৬৯-২১শে জুন, ১৫২৭) ছিলেন রেনেসাঁস বা ইউরোপীয় নবজাগরণ যুগের একজন রাজনৈতিক দার্শনিক, সঙ্গীতকার, কবি এবং রোমান্টিক কমেডি ধাঁচের নাট্যকার। ইতালীয় রেনেসাঁসের অন্যতম পুরোধা এবং রেনেসাঁসকালীন রাজনৈতিক পরিবর্তনের রূপকার। তাঁর রচিত ইল প্রিঞ্চিপে (বাংলায় "রাজকুমার" ও ইংরেজিতে "দ্য প্রিন্স" নামেও পরিচিত) গ্রন্থে যেমন তাঁর বাস্তবতাদাবাদসমর্থক ("রিয়েলিস্ট") রাজনৈতিক তত্ত্ব প্রকাশ পেয়েছে তেমনি অন্যদিকে ডিসকোর্সেস অন লিভাই গ্রন্থে তাঁর প্রজাতান্ত্রিক মানসিকতার প্রকাশ ঘটে।
[সম্পাদনা] জীবন
মাকিয়াভেল্লি ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।