বাংলা ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই প্রবন্ধটি বাংলা ভাষা বিষয়ক। বাংলা লিপি সম্বন্ধে জানতে চাইলে বাংলা লিপি প্রবন্ধটি দেখুন।
বাংলা | ||
---|---|---|
যেসব রাষ্ট্রে প্রচলিত: | বাংলাদেশ, ভারত ও অন্যান্য কিছু দেশ | |
অঞ্চল: | দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চল | |
মোট ভাষাভাষী সংখ্যা: | আনুমানিক ২৩ কোটি ২০ লক্ষ | |
ক্রম: | ৪-৭ (মাতৃভাষাভাষীর সংখ্যা অনুযায়ী; বিভিন্ন অনুমান)[১] | |
ভাষা পরিবার: | ইন্দো-ইউরোপীয় ইন্দো-ইরানীয় ভারতীয় আর্য মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ঠ বাংলা-অসমীয়া বাংলা |
|
লিপি: | বাংলা লিপি | |
প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
যেসব দেশের রাষ্ট্রভাষা: | বাংলাদেশ, ভারত এবং ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা | |
নিয়ন্ত্রক সংস্থা: | বাংলা একাডেমী (বাংলাদেশ) পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি (পশ্চিমবঙ্গ) |
|
ভাষা কোডসমূহ | ||
ISO 639-1: | bn | |
ISO 639-2: | ben | |
ISO/FDIS 639-3: | ben | |
|
||
Note: This page may contain IPA phonetic symbols in Unicode. See IPA chart for English for an English-based pronunciation key. |
বাংলা দক্ষিণ এশিয়ার পূর্বপ্রান্তের একটি ভারতীয় আর্য ভাষা। সংস্কৃত, পালি ও প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে।
বাংলা দক্ষিণ এশিয়ার পূর্বে অবস্থিত বঙ্গ বা বাংলা নামক অঞ্চলের মানুষের মুখের ভাষা। এ অঞ্চলটি বর্তমানে রাজনৈতিকভাবে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। প্রায় ২০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটি (ভাষাভাষীর সংখ্যানুসারে এর অবস্থান চতুর্থ থেকে সপ্তমের মধ্যে [১])। বাংলা বাংলাদেশের প্রধান ভাষা; ভারতে বাংলা দ্বিতীয় সর্বোচ্চ কথিত ভাষা [২][৩] or third[৪]। অসমীয়া ও বাংলা ভৌগলিকভাবে ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের সবচেয়ে পূর্বে অবস্থিত।
[সম্পাদনা] ইতিহাস
খ্রিস্টীয় প্রথম সহস্রাদের শেষ প্রান্তে এসে মধ্য ভারতীয় আর্য ভাষাগুলোর বিভিন্ন অপভ্রংশ থেকে যে আধুনিক ভারতীয় ভাষাগুলোর উদ্ভব ঘটে, তাদের মধ্যে বাংলা একটি [৫]। কোন কোন ভাষাবিদ তারও অনেক আগে, ৫০০ খ্রিস্টাব্দের দিকে, বাংলার জন্ম হয় বলে মত পোষণ করেন [৬] তবে এ ভাষাটি তখনো কোন সুস্থির রূপ ধারণ করেনি; সে সময় এর বিভিন্ন লিখিত ও ঔপভাষিক রূপ পাশাপাশি বিদ্যমান ছিল। যেমন ধারণা করা হয় ৬ষ্ঠ শতাব্দীর দিকে মাগধি অপভ্রংশ থেকে মাগধি অবহট্ঠের উদ্ভব ঘটে। এই অবহট্ঠ ও বাংলা কিছু সময় ধরে প্রতিযোগিতায় লিপ্ত ছিল। [৭]
বাংলা ভাষার ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়:[৫]
- প্রাচীন বাংলা (৯০০/১০০০ খ্রিস্টাব্দ – ১৪০০ খ্রিস্টাব্দ) — লিখিত নিদর্শনের মধ্যে আছে চর্যাপদ, ভক্তিমূলক গান; আমি, তুমি, ইত্যাদি সর্বনামের আবির্ভাব; ক্রিয়াবিভক্তি -ইলা, -ইবা, ইত্যাদি। ওড়িয়া ও অসমীয়া এই পর্বে বাংলা থেকে আলাদা হয়ে যায়।
- মধ্য বাংলা (১৪০০–১৮০০ খ্রিস্টাব্দ) — এ সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন; শব্দের শেষে “অ” ধ্বনির বিলোপ; যৌগিক ক্রিয়ার প্রচলন; ফার্সি প্রভাব। কোন কোন ভাষাবিদ এই যুগকে আদি ও অন্ত্য এই দুই ভাগে ভাগ করেন।
- আধুনিক বাংলা (১৮০০ খ্রিস্টাব্দ থেকে) — ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপন (যেমন তাহার → তার; করিয়াছিল → করেছিল)।
বাংলা ভাষা ঐতিহাসিকভাবে পালির সাথে বেশি সম্পর্কিত হলেও মধ্য বাংলায় (চৈতন্য যুগে) ও আধুনিক রেনেসাঁসের সময় বাংলার ওপর সংস্কৃত ভাষার প্রভাব বৃদ্ধি পায়। দক্ষিণ এশিয়ার আধুনিক ইন্দো-ইউরোপীয় ভাষাগুলোর মধ্যে বাংলা ও মারাঠির শব্দভাণ্ডারে প্রচুর সংস্কৃত শব্দ রয়েছে; অন্যদিকে হিন্দি ও অন্যান্য ভাষাগুলো আরবি ও ফার্সি দ্বারা প্রভাবিত হয়েছে।
১৮শ শতকের পূর্বে বাংলা ভাষার ব্যাকরণ রচনার কোন উদ্যোগ নেয়া হয়নি। পর্তুগিজ মিশনারি পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁউ Vocabolario em idioma Bengalla, e Portuguez dividido em duas partes নামে বাংলা ভাষার প্রথম অভিধান/ব্যাকরণ রচনা করেন; ১৭৩৪ থেকে ১৭৪২ সাল পর্যন্ত ভাওয়ালে কর্মরত অবস্থায় তিনি এটি লিখেছিলেন। [৮] ন্যাথানিয়েল ব্রাসি হালহেড নামের এক ইংরেজ প্রাচ্যবিদ বাংলার একটি আধুনিক ব্যাকরণ লেখেন, (A Grammar of the Bengal Language (১৭৭৮)) যেটি ছাপাখানার হরফ (type) ব্যবহার করে প্রকাশিত সর্বপ্রথম বাংলা গ্রন্থ। [৯] বাঙালিদের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন প্রথম ব্যাকরণ রচয়িতা; তাঁর গ্রন্থের নাম "Grammar of the Bengali Language" (১৮৩২)।
[সম্পাদনা] ভৌগলিক বিস্তার
পূর্বাঞ্চলীয় দক্ষিণ এশিয়ার বঙ্গ বা বাংলা নামের অঞ্চলের লোকদের মাতৃভাষা। এ অঞ্চলটি বর্তমানে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের প্রায় ৯৮% মানুষের মাতৃভাষা বাংলা। [১০] এছাড়া মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও পাশ্চাত্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাভাষী বাস করেন।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ The World's Most Widely Spoken Languages. Saint Ignatius High School: (February 6, 2001). Retrieved on 2206-11-17.
- ↑ Gordon, Raymond G., Jr. (ed. (2005). Languages of India. Ethnologue: Languages of the World, Fifteenth edition.. SIL International. Retrieved on 2006-11-17.
- ↑ Languages in Descending Order of Strength - India, States and Union Territories - 1991 Census. Census Data Online. pp. 1 Office of the Registrar General, India. Retrieved on 2006-11-19.
- ↑ Andhra Pradesh. Sainik Samachar. Ministry of Defence, Government of India: (May 2001). Retrieved on 2006-11-20.
- ↑ ৫.০ ৫.১ Template:Harv
- ↑ Template:Harv
- ↑ Abahattha in Asiatic Society of Bangladesh 2003
- ↑ Rahman, Aminur. Grammar. Banglapedia. Asiatic Society of Bangladesh. Retrieved on 2006-11-19.
- ↑ Bangla language in Asiatic Society of Bangladesh 2003
- ↑ The World Fact Book. CIA. Retrieved on 2006-11-04.