পাণিনি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাণিনি একজন প্রাচীন ভারতীয় ব্যাকরণবিদ। পাণিনি নামের সাম্ভাব্য অর্থ পাণির বংশধর। যদিও ওড়িশার পাণি পদবীধারীরা মনে করে তারা পাণিনির বংশধর, ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী পাণিনি লৌহ যুগের প্রাচীন ভারতের গান্ধার অঞ্চলে গৌতম বুদ্ধের পরবর্তী কালে বাস করতেন (খষ্টপূর্ব সপ্তম থেকে চতুর্থ শতকের মধ্যের কোন সময়ে)। তিনি সংস্কৃত ব্যাকরনের ৩৯৫৯টি সূত্র (নিয়ম) সমেত একটি ব্যাকরণ বই লেখেন যার নাম ছিল অষ্টাধ্যায়ী (অর্থাৎ আটটি অধ্যায়ে বিভক্ত ছিল)। এটি বেদাঙ্গের ব্যাকরণ অংশের একটি প্রধান অঙ্গ। সংস্কৃত ভাষার লিখিত ব্যাকরণের এটিই প্রাচীনতম লব্ধ গ্রন্থ। (যদিও পণ্ডিতেরা মনে করেন এটি আরো পুরান কয়েটি পুস্তকের সাহায্যে লেখা হয়ে থাকতে পারে।) আসলে বৈদিক (প্রাচীন সংস্কৃত) ভাষাকে সংস্কার অর্থাৎ নতুন ভাবে ঢেলে সাজিয়ে পাণিনিই তথাকথিত "সংস্কৃত" ভাষার জন্ম দেন।
আধুনিক পরিভাষায় বর্ণনামূলক ব্যাকরণেরও প্রাচীনতম নিদর্শণ হল পাণিনির অষ্টাধ্যায়ী।