আলাপ:প্রফুল্ল চাকী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিবন্ধটা লেখার সময় চোখে পানি এসে গেল। তৎকালীন ভারতবর্ষের অনেক (অধিকাংশ) বিপ্লবী বাঙালী ছিলেন। আমার আরো আশ্চর্য্য লাগে অনেকেই কিন্তু পূর্ববঙ্গের অধিবাসী ছিলেন (প্রফুল্ল, সূর্য্যসেন, বিনয় , বাদল, দিনেশ, বাঘা যতীন)। অথচ বাংলাদেশের ইতিহাস বইতে, স্কুলে এঁদের কথা আলোচনা করা হয় না। আমরা হিন্দি সিনেমায় রঙ দে বাসন্তীতে আমির খানের কাহিনী দেখে নাচানাচি করি, কিন্তু এই বাঙালী বিপ্লবীদের কথা কে মনে রাখে? আসুন, উইকিপিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এই বীর পূর্বপুরুষদের জন্য এইটুকু কাজ করি। --রাগিব ০৭:৪৬, ১৩ জুন ২০০৬ (UTC)