ফিল্ডস পদক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিল্ডস পদক হলো প্রতি চার বছর অন্তর ইন্টারন্যাশনাল ম্যাথেম্যাটিকাল ইউনিয়ন কর্তৃক অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেসে অনূর্ধ্ব চল্লিশ বছর বয়সী দুই, তিন বা চারজন গণিতবিদকে প্রদত্ত গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। একে গণিতের নোবেল পুরস্কার হিসাবে বিবেচনা করা হয়।
কানাডীয় গণিতবিদ জন চার্লস ফিল্ডস এর আদেশক্রমে এই পুরস্কারের প্রচলন ঘটে। এটি সর্বপ্রথম প্রদান করা হয় ১৯৩৬ সালে এবং বিশ্বযুদ্ধ হেতু দীর্ঘবিরতির পরে ১৯৫০ সাল থেকে আজতক নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। অপেক্ষাকৃত তরুণ যেসব গণিত বিষয়ক গবেষক ইতিমধ্যেই গণিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সমর্থ হয়েছেন, তাদের উৎসাহিত এবং পৃষ্ঠপোষকতা প্রদান করাটাই এই পুরস্কার প্রদানের মূল উদ্দেশ্য।
একজন গণিতবিদের জন্য ফিল্ডস পদক হলো সর্বোচ্চ সম্মাননা।[১] ফিল্ডস পদকের সাথে বিজয়ীকে যে অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে তার পরিমান ২০০৬ সালে ছিল C$১৫,০০০ (US$১৩,৪০০ বা €১০,৫৫০)।[২]
সূচিপত্র |
[সম্পাদনা] পুরস্কারপ্রাপ্তির শর্তাবলী
ফিল্ডস পদকের মাহাত্ম্য বোঝাতে প্রায়শই একে "গণিতের নোবেল পুরস্কার" বলা হয়ে থাকে। তবে এই তুলনাটা পুরোপুরি ঠিক না, কারন, কেবল প্রতি চার বছর অন্তরই ফিল্ডস পদক দেয়া হয় এবং পদকপ্রাপ্তের বয়স অবশ্যই ৪০ বছরের বেশী হতে পারবে না।(নিখুঁতভাবে বললে, পদকপ্রাপ্তের ৪০ তম জন্মবার্ষিকী পুরস্কার দেয়ার বছরের ১ লা জানুয়ারির আগে হতে পারবে না) তাছাড়া নোবেল পুরস্কারটি যদি একজন পান অর্থাৎ যদি ভাগাভাগি না হয়, তবে নোবেল বিজয়ীর প্রাপ্ত অর্থমূল্যের (US$১.৩ মিলিয়ন) তুলনায় ফিল্ডস পদক বিজয়ীর প্রাপ্ত অর্থমূল্য অনেক কম। আর ফিল্ডস পদক সাধারণতঃ কোন একক ফলের জন্য নয়, বরং গণিতের কোন এক বা একাধিক শাখার উদ্ভাবণ বা ব্যাপক উন্নয়নের জন্য প্রদান করা হয়; এজন্য এই অনুষ্ঠানে সরাসরি উদ্ধৃতির পরিবর্তে অভিনন্দন বক্তব্য রাখা হয়।
গণিতে আরো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে, তবে এগুলি আজীবন কৃত কাজের উপর ভিত্তি করে প্রদান করা হয় বলে কোনটাই নোবেল পুরস্কারের সাথে তুলনীয় নয়। ফিল্ডস পদক বিজয়ীর সবচেয়ে বড় সম্মান হলো আইএমইউ বা বিশ্ব গণিত সমাজ কর্তৃক স্বীকৃতি লাভ।
[সম্পাদনা] ফিল্ডস পদকপ্রাপ্ত গণিতবিদগণ
- ২০০৬: আন্দ্রেই ওকোউনকোভ (রাশিয়া), গ্রিগরি পেরেলম্যান (রাশিয়া) (প্রত্যাখ্যাত পুরস্কার), টেরেন্স টাও (অস্ট্রেলিয়া), ওয়েন্ডেলিন ওয়ের্নার (ফ্রান্স)
- ২০০২: লরোঁ লাফোর্গ (ফ্রান্স), ভলাদিমির ভোয়ভোদ্স্কি (রাশিয়া)
- ১৯৯৮: রিচার্ড বর্শার্ড্স (ইউকে), উইলিয়াম টিমোথি গাওয়ার্স (ইউকে), ম্যাক্সিম কোন্টসেভিচ (রাশিয়া), কার্টিস টি. ম্যাক্মালেন (ইউ.এস.)
- ১৯৯৪: এফিম আইজাকোভিচ জেলমানোভ (রাশিয়া), পিয়ের-লুই লিয়োঁ (ফ্রান্স), জঁ বুরগ্যাঁ (বেলজিয়াম), জঁ-ক্রিস্তফ ইয়োক্কোজ (ফ্রান্স)
- ১৯৯০: ভলাদিমির ড্রিনফেল্ড (ইউএসএসআর), ভন ফ্রেডরিক র্যান্ডাল জোন্স (নিউজিল্যান্ড), শিগেফুমি মোরি (জাপান), এডওয়ার্ড উইটেন (ইউ.এস.)
- ১৯৮৬: সাইমন ডোনাল্ডসন (ইউকে), গের্ড ফল্টিংস (পশ্চিম জার্মানি), মাইকেল ফ্রিডম্যান (ইউ.এস.)
- ১৯৮২: আলাঁ কন (ফ্রান্স), উইলিয়াম থার্স্টন (ইউ.এস.), শিং-টুং ইয়াউ (চীন)
- ১৯৭৮: পিয়ের দেলিন্ইয়ে (বেলজিয়াম), চার্লস ফেফার্ম্যান (ইউ.এস.), গ্রিগরি মার্গুলিস (ইউএসএসআর), ড্যানিয়েল কুইলেন (ইউ.এস.)
- ১৯৭৪: এনরিকো বোম্বিয়েরি (ইটালি), ডেভিড মামফোর্ড (ইউ.এস.)
- ১৯৭০: অ্যালান বেকার (ইউকে), হেইসুকে হিরোনাকা (জাপান), সের্গেই পেত্রোভিচ নোভিকভ (ইউএসএসআর), জন গ্রিগ্স টম্পসন (ইউ.এস.)
- ১৯৬৬: মাইকেল আতিয়াহ্ (ইউকে), পল জোসেফ কোহেন (ইউ.এস.), আলেক্সান্ডার গ্রোথেন্ডিয়েক (ফ্রান্স), স্টিফেন স্মেইল (ইউ.এস.)
- ১৯৬২: লার্স হোর্মান্ডার (সুইডেন), জন মিল্নর (ইউ.এস.)
- ১৯৫৮: ক্লাউস রথ (ইউকে), রেনেঁ থম (ফ্রান্স)
- ১৯৫৪: কুনিহিকো কোদাইরা (জাপান), জঁ-পিয়ের সের (ফ্রান্স)
- ১৯৫০: লরোঁ শোয়ার্জ (ফ্রান্স), আতলে সেলবার্গ (নরওয়ে)
- ১৯৩৬: লার্স আলফোর্স (ফিনল্যান্ড), জেসি ডগলাস (ইউ.এস.)
আটজন ফরাসি পদকপ্রাপ্তের প্রত্যেকেই প্যারিসের একোল নরমেইল সুপেরিয়রি তে পড়াশোনা করেছেন।
[সম্পাদনা] লক্ষণীয় ঘটনাসমূহ
পূর্ব ইউরোপে সোভিয়েত সেনাবাহিনীর আক্রমনের প্রতিবাদে ১৯৬৬ সালে অ্যালেক্সান্ডার গ্রোথেন্ডিয়েক মস্কো'তে স্বয়ং তাঁর জন্য আয়োজিত ফিল্ডস পদক অনুষ্ঠান বয়কট করেন। [৩]
১৯৭০ সালে সের্গেই পেট্রোভিচ নোভিকভ তাঁর ওপর সোভিয়েত সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার কারনে নাইসে আয়োজিত কংগ্রেসে এসে তাঁর পদকটি গ্রহন করতে পারেননি।
১৯৭৮ সালে গ্রিগরি মার্গুলিস, তাঁর ওপর সোভিয়েত সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার কারনে হেলসিঙ্কিতে আয়োজিত কংগ্রেসে এসে তাঁর পদকটি গ্রহন করতে পারেননি। পুরস্কারটি তাঁর পক্ষ হয়ে জ্যাকুইস টিটস গ্রহন করেন এবং ভাষণে বলেন:
কোন সন্দেহ নেই যে, আমার মতো এখানে উপস্থিত আরো অনেকেই অনুষ্ঠানে মার্গুলিস না আসতে পারায় দারুনভাবে আশাহত হয়েছেন। আমি ভীষণভাবে আশা করেছিলাম যে, হেলসিঙ্কি শহরের দোহাই দিয়ে হলেও এমন একজন গণিতবিদের সাথে আমার সাক্ষাত ঘটতে যাচ্ছে যাঁর কাজের মাধ্যমে আমি তাঁর সাথে পরিচিত এবং যাঁর প্রতি রয়েছে আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। [1]
১৯৮২ সালে ওয়ারশতে অনুষ্ঠেয় কংগ্রেসটি রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে পরের বছর সরিয়ে নেয়া হয়। বছরের শুরুর দিকে আইএমইউ এর নবম সাধারন সভায় পুরস্কার ঘোষণা করা হয়, আর পুরস্কার প্রদান করা হয় ১৯৮৩ ওয়ারশ কংগ্রেসে।
১৯৯৮ সালে আইসিএম'এ এন্ড্রু ওয়াইলস'কে ফার্মার শেষ উপপাদ্য'র প্রমাণের স্বীকৃতিস্বরূপ ফিল্ডস পদক কমিটির চেয়ারের অধিকারী ইউরি ম্যানিন আইএমইউ'র সর্বপ্রথম রৌপ্য ফলক প্রদান করেন। ডন জ্যাগিয়ার এই ফলকটিকে "কোয়ান্টায়িত ফিল্ডস পদক" বলে অভিহিত করেন। এই পুরস্কারটির বর্ণনায় প্রায়ই বলা হয়ে থাকে যে, ফিল্ডস পদক দেয়ার বছরে ওয়াইলসের বয়স শর্তসীমার চেয়ে বেশী ছিল।(উদাহরণস্বরূপ, দেখুন [2])। ১৯৯৪ সালে ওয়াইলসের বয়স শর্তসীমার চেয়ে সামান্য বেশী থাকলেও তাঁকে পদকের একজন ফেভারিট বলে বিবেচনা করা হয়। তবে, ১৯৯৩ সালে প্রমানে একটা ফাঁক(ওয়াইলস পরে তা দূর করেন) ধরা পড়ে।[3] [4]
২০০৬ সালে পোয়াঁকারে অনুমানটি প্রমানের জন্য বিখ্যাত গ্রিগরি পেরেলমান তাঁর ফিল্ডস পদকটি প্রত্যাখ্যান করেন।[৪] এবং কংগ্রেসেও যোগদান করেননি।[৫]
[সম্পাদনা] জনপ্রিয়তা
১৯৯৭ সালে গুড উইল হান্টিং চলচ্চিত্রের কাল্পনিক চরিত্র, এমআইটি'র অধ্যাপক জেরাল্ড ল্যামবো'কে (চরিত্রটিতে অভিনয় করেন স্টেল্লান স্কার্সগাঁড) কম্বিনেটরিয়াল গণিত এ অবদান রাখার জন্য ফিল্ডস পদক বিজয়ী একজন গণিতবিদ হিসাবে রূপদান করা হয়।
আ বিউটিফুল মাইন্ড চলচ্চিত্রটিতে জন ফর্ব্স ন্যাশকে(চরিত্রটি রূপদান করেন রাসেল ক্রো) ফিল্ডস পদক না দেয়ার জন্য অভিযোগ করতে দেখা যায়।
[সম্পাদনা] আরো দেখুন
- গণিতে প্রদত্ত পুরস্কার, পদক, এবং সম্মাননার তালিকা
[সম্পাদনা] পাদটীকাসমূহ
- ↑ নিভৃতচারী এক রাশিয়ান কর্তৃক গণিত বিশ্বের সর্বোচ্চ সম্মাননা প্রত্যাখ্যান. কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (সিবিসি): (২০০৬-০৮-২২). Retrieved on ২০০৬-০৮-২৬.
- ↑ উলস, দানিয়েল (২০০৬-০৮-২২). জনৈক রাশিয়ান কর্তৃক গণিতের সর্বোচ্চ সম্মাননা প্রত্যাখ্যান. ইয়াহু সংবাদ. Retrieved on ২০০৬-০৮-২৬.
- ↑ জ্যাকসন, অ্যালিন (১০ ২০০৪). "যেন গোড়া থেকেই অভিশপ্ত: অ্যালেক্সান্ডার গ্রোথেন্ডিয়েকের জীবন" (PDF). নোটিসেস অফ দ্য আমেরিকান ম্যাথেম্যাটিকাল সোসাইটি ৫১ (৯): ১১৯৮. Retrieved on ২০০৬-০৮-২৬.
- ↑ "গণিতের জিনিয়াস কর্তৃক শ্রেষ্ঠ পুরস্কার প্রত্যাখ্যান", বিবিসি, ২০০৬-০৮-২২. Retrieved on ২০০৬-০৮-২২.
- ↑ মুলিন্স, জাস্টিন, "গণিতের সম্মানজনক ফিল্ডস পদক প্রদান", নিউ সায়েন্টিস্ট, ২০০৬-০৮-২২. Retrieved on ২০০৬-০৮-২২.