মার্ক হ্যাডোন্
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্ক হ্যাডোন্ (১৯৬২- ) একজন প্রখ্যাত ইংরেজ ঔপন্যাসিক। ২০০৪ সালে তার রচিত বই দ্য কিউরিয়াস্ ইন্সিডেন্ট্ অফ দ্য ডগ্ ইন্ দ্য নাইট-টাইম বিশাল পাঠক জনপ্রিয়তা লাভ করে। বইটির মূল চরিত্র ক্রিস্টোফার নামক ছেলেটি এস্পার্গার্স সিন্ড্রোমে আক্রান্ত।